এ বছর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক তাহমিমা আনাম ও ভারতীয় বংশোদ্ভূত ঝুম্পা লাহিড়ীর দুটি উপন্যাস প্রকাশিত হতে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই উপমহাদেশের এই দুই লেখক ইউরোপ-আমেরিকার পাঠকদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন। তাঁদের উপন্যাস দুটি নিয়েও ঔৎসুক্য তৈরি হয়েছে পাঠকমনে। জানাচ্ছেন মারুফ ইসলাম।
তাহমিমা আনামের ‘দ্য স্টার্টআপ ওয়াইফ’
তাহমিমা আনামের উপন্যাসের নাম দ্য স্টার্টআপ ওয়াইফ। আগামী ৩ জুন এটি প্রকাশ করবে যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যাননগেট বুকস। একই সময়ে বইটির অডিও সংস্করণ প্রকাশিত হবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে। এরপর জুলাইয়ে কিন্ডল সংস্করণ প্রকাশিত হবে কানাডা থেকে।
কমনওয়েলথ রাইটার্স পুরস্কারজয়ী তাহমিমা আনাম এর আগে আ গোল্ডেন অ্যাজ, দ্য গুড মুসলিম ও দ্য বোনস অব গ্রেস নামে তিনটি উপন্যাস লিখেছেন। দ্য স্টার্টআপ ওয়াইফ তাঁর চতুর্থ উপন্যাস। এখানে তিনি উত্তরাধুনিক বিষয়-আশয়—যেমন প্রযুক্তির সঙ্গে প্রেম ও নারীবাদ মিশিয়ে দিয়েছেন। এটি আশা নামের এক কম্পিউটার বিজ্ঞানীর গল্প। আশা উচ্চশিক্ষার সর্বোচ্চ স্তর পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। সে স্বপ্ন দেখে একটি নিজস্ব গবেষণাগার চালানোর। এর মধ্যে তার বন্ধু জুলস একটি বিপ্লবী ধারণা নিয়ে আসে আশার কাছে। একটি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ তৈরি করতে চায় সে, যা লাখ লাখ মানুষের জীবনকে অর্থবহ করে তুলবে। দারুণ এক স্টার্টআপ আইডিয়া! কিন্তু স্টার্টআপটি শুরু করার পর দেখা গেল নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় উপেক্ষিত থেকে যাচ্ছে আশা। কেন? সে নারী বলেই কি? দ্য গার্ডিয়ান লিখেছে, দ্বন্দ্ব, সংঘাত, মনস্তত্ত্ব, প্রযুক্তি, ব্যবসা, প্রেম, রোমান্স—সব মিলিয়ে এক চমকজাগানো উপন্যাস পেতে যাচ্ছেন পাঠক।
ঝুম্পা লাহিড়ীর ‘হয়্যারঅ্যাবাউটস’
ঝুম্পা লাহিড়ীর নতুন যে উপন্যাস প্রকাশিত হতে যাচ্ছে, সেটিও বিষয়-প্রকরণের দিক থেকে ব্যতিক্রম। উপন্যাসটির নাম হয়্যারঅ্যাবাউটস। এটি ঝুম্পার দ্বিতীয় উপন্যাস। আগামী ২৭ এপ্রিল এটি প্রকাশ করবে পেঙ্গুইনে র্যান্ডম হাউস। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, উপন্যাসটি তিনি প্রথমে লিখেছেন ইতালিয়ান ভাষায় I ইটালিয়ান ভাষায় এর নাম হল 'দোভে মি ভো'।
এরপর ইতালিয়ান থেকে নিজেই অনুবাদ করেছেন ইংরেজিতে।
ঝুম্পা লাহিড়ী এত দিন লিখেছেন অভিবাসী মানুষের দুঃখগাথা। দেশত্যাগী মানুষের অশ্রুকে রূপ দিয়েছেন উপন্যাসে। তাঁর প্রথম উপন্যাস দ্য নেমসেক। প্রকাশিত হয়েছিল ২০০৩ সালে। দ্বিতীয় উপন্যাস দ্য লোল্যান্ড প্রকাশিত হয় ২০১৩ সালে। এরপর সাত বছর বিরতি দিয়ে লিখলেন তৃতীয় উপন্যাসটি। ছোটগল্প সংকলন ইন্টারপ্রিটার অব মেলাদিস-এর জন্য ২০০০ সালে পেয়েছেন পুলিৎজার পুরস্কার।
তাঁর জন্ম লন্ডনে, বেড়ে ওঠা আমেরিকায়, বর্তমান ঠিকানা রোম। অথচ শিকড় কলকাতায়। পুরো নাম নীলাঞ্জনা সুদেষ্ণা লাহিড়ী। তবে ডাকনাম ঝুম্পা দিয়েই তিনি সারা বিশ্বে পরিচিত হয়ে উঠেছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, ইন্ডিয়ান এক্সপ্রেস ও ফ্যান্টাসি ফিকশন।
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২১, দৈনিক প্রথম আলো
0 Comments
Post a Comment